Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে সিমা আক্তার (২২) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা। তিনি বলেন, আজ বিকেলে খবর পেয়ে ওহাব কলোনির পাঁচতলা একটি বাসায় যাই। সেখানে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পচনশীল ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফাতেমা আরও বলেন, রাজি নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় বাসা ভাড়া নেন সিমা। তবে ঘটনার পর থেকে সেখানে কাউকে পাওয়া যায়নি। নারীর শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ময়নাতদন্তের পর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

মৃত নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বলে জানান এসআই ফাতেমা। তিনি বলেন, নিহতের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের নামে দুদকের মামলা