হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ বিভিন্ন স্থানে গ্যাস লাইনে ছিদ্রের কারণ জানাল তিতাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ছিদ্রের আশপাশে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে ৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।’ 

হঠাৎ করে এতগুলো স্থানে ছিদ্র হওয়ার কারণ সম্পর্কে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির কারণে কল কারখানা বন্ধ থাকায় তিতাসের লাইনের গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ সরবরাহ বেড়ে দেওয়ায়, লাইনে চাপ পড়ে যায়। এতে লাইনের পূর্বে থাকা লিকেজগুলো দিয়ে গ্যাস বের হতে থাকে আর চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।’

তিতাসের এমডি জানান, পাইপলাইনের ছিদ্রপথে গ্যাস নির্গমন কমাতে কর্মকর্তাদের গ্যাসের চাপ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নরসিংদী থেকে ডেমরা একটা বিতরণ (ডিস্ট্রিবিউশন) লাইন রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন ছিল। তবে আজকে সব ঠিক করে যখন সাপ্লাই দেওয়া শুরু করা হয়েছে, তখন হঠাৎ চাপ পড়ায় আশপাশের এলাকায় গ্যাস পাইপে লিকেজ দেখা গেছে।’

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় তিতাসের পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে।

তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন