হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মোবাইল চুরি করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশান লিংক রোড এলাকা থেকে পথচারীর মোবাইল ফোন চুরি করে পালাতে গিয়ে এক যুবক হাতিরঝিলে ঝাঁপ দেয়। পরে সে লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর লেকের মাঝে তাঁর মরদেহ ভেসে উঠে। মারা যাওয়া এই যুবকের নাম শরিফ আহমেদ (২৭)। তিনি ঢাকার কড়াইল বস্তির খালেক কমান্ডারের বসতিতে ভাড়া থাকতেন। 

শরিফের স্বজনদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা তাঁকে দৌড়ানি দেয়। এ সময় গণপিটুনি থেকে বাঁচতে শরিফ লেকে ঝাঁপ দেয়। অনেক দূর পর্যন্ত সাঁতরানোর পরে হয়তো আর কুলাতে পারেননি। তাই ডুবে মারা গেছেন।’ 

মাজহারুল ইসলাম জানান, বিকেল চারটার পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর খোঁজ নিয়ে তাঁর স্বজনদের ডেকে আনা হয়। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

জানা গেছে, শরিফ ঢাকায় থাকলেও তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মনির হোসেন, মায়ের নাম আয়েশা বেগম। 

এর আগে, প্রায় পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে তাঁর মরদেহ উদ্ধারে তল্লাশি চালায়। তবে কাউকে না পেয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করে বিকেল তিনটা পঁচিশ মিনিটে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য