Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মারা গেছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

মারা গেছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছাদেক

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক (৭০) মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা ধরনের অসুস্থতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আবদুস ছাদেক। তিন-চার মাস আগে বেশি অসুস্থ হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে আজ বেলা ১১টার দিকে মারা যান।

আগামীকাল বুধবার আবদুস ছাদেকের প্রথম জানাজা উপজেলা পরিষদ মাঠে এবং দ্বিতীয় জানাজা নিজ বাড়ির পাশে আবেদা ফজলু মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক। আগামীকাল তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক ২০১৯ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি। আবদুস ছাদেকের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিচারালয়ের দুর্নীতি তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা ইমন হাসান গ্রেপ্তার

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

২০ ভবঘুরে নিয়ে সাবেক এমপির ভবনে উঠলেন ‘সমন্বয়ক’

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট: ৭ জন কারাগারে, কিশোর উন্নয়ন কেন্দ্রে ৭