মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের একদিন পর সালমান খান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার পুষ্টকামুরী মধ্যপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমান গতকাল মঙ্গলবার খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তিনি উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দুলাল খানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সালমান মঙ্গলবার দুপুরে ওই খালে গোসল করতে যায়। গ্রামের অনেকেই তাকে গোসল ও সাঁতার কাটতে দেখেছেন। তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিরাও তাকে খোঁজে না পেয়ে চলে যান। আজ দুপুরে সালমানের লাশ খালে ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
সালমানের চাচা হারুন খান বলেন, ‘সালমানের নাক–মুখ দিয়ে রক্ত বের হয়েছে।’ সাঁতার কাটার সময় হয়তো সে স্ট্রোক করে মারা যেতে পারে বলে তিনি জানান।