Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার রাতের ওই ঘটনায় আহত রাব্বি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বুধবার রাতে শ্রীপুর পৌরসভার বহেরারচালা গ্রামের ইকরা মডেল একাডেমিতে ওই হামলার ঘটনা ঘটে। আহত রাব্বি ওই গ্রামের মো. কামাল হোসেনের ছেলে। সে ইকরা মডেল একাডেমি থেকে চলতি এসএসসি পরীক্ষা দিচ্ছে।

ভুক্তভোগী স্কুলছাত্র রাব্বির বাবা কামাল হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে রয়েছি। ছেলের চিকিৎসা শেষ করে থানায় লিখিত অভিযোগ করব।’

ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ইকরা মডেল স্কুলের মাঠে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর স্কুল মাঠে বিশৃঙ্খলা করছিল। এ সময় প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাব্বিকে একাধিক ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আব্দুস সালাম আরও বলেন, গুরুতর আহত রাব্বিকে মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে এসে রাব্বি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তাকে আবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত কাউকে পাওয়া যায়নি। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মন্ত্রীপুত্রের পিএস হিরা গোয়েন্দা জালে ধরা

মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

ধানমন্ডিতে চার মাস ধরে চাঁদাবাজি করতেন ‘সোজা চুলের’ আশরাফুল: পুলিশ

আগারগাঁও এবং উত্তরায় ৪ শতাধিক দোকানপাট উচ্ছেদ

রূপগঞ্জের পোশাকশ্রমিক নেতা সেলিম কারাগারে

আট ঘণ্টা পর সড়ক ছাড়লেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, কাল রেলপথ অবরোধের ঘোষণা

গাড়ি থেকে চাঁদা আদায়: ভাইরাল ভিডিওর সেই তরুণ রিমান্ডে

সাবেক সংসদ সদস্য সুবিদ আলীর স্ত্রীর পৌনে ৫ একর জমি ক্রোকের নির্দেশ

ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমার মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ

পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকায় তীব্র যানজট, বৃষ্টিতে বাড়তি ভোগান্তি