হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে সেতুর টোল বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন–ভাঙচুর

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে সেনাবাহিনী ও ছাত্র-জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুরের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ভাষা শহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশ করেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।

সমাবেশে বক্তব্য দেন–আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ইঞ্জিনিয়ার আবু সায়েম, মাসুদূর রহমান আইয়ুবী, মাওলানা আলমগীর হোসাইন রাশেদী, ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক, মো. রুমি, মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমান প্রমুখ।

এ বিষয়ে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা তৎপর আছেন। বর্তমান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন