সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা টোল প্লাজা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে সেনাবাহিনী ও ছাত্র-জনতা যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুরের দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ভাষা শহীদ রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশ করেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুর ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় টোল প্লাজার স্থাপনাসহ আনুষঙ্গিক আসবাবপত্র।