নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাফিক আইনলঙ্ঘনের অপরাধে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) এলাকায় ১ হাজার ৬৯৫টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম)। তিনি জানান, গতকাল রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।