হোম > সারা দেশ > ঢাকা

বংশালে ঈদ মেলায় ফাস্ট ফুডের দোকানে আগুন, দগ্ধ ৬

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বংশালে ঈদ উপলক্ষে আয়োজিত মেলায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বংশালের বাংলাদেশ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন—ফাস্ট ফুড দোকানের মালিক নয়ন (২৯), সাগর (২৫), ইকবাল (৩১), হাসান (২৮), রিমঝিম (১৬) ও অপূর্ব (১৮)। তাদের সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দোকানের মালিক নয়নের বাবা মো. সেলিম জানান, তার ছেলে নয়ন এক মাস ধরে ফাস্ট ফুডের ভ্রাম্যমাণ দোকান চালাচ্ছিলেন। ঈদ উপলক্ষে বাংলাদেশ মাঠে অস্থায়ী দোকান বসিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়, এতে নয়নসহ ছয়জন দগ্ধ হন। তবে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে সাগরের শরীরের ১১ শতাংশ অংশ পুড়েছে এবং শ্বাসনালি দগ্ধ হয়েছে, তাই তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাঁদের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধদের অবস্থা জানতে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন হাসপাতালে ছুটে আসেন এবং রোগীদের খোঁজখবর নেন।

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা