রাজধানীর দক্ষিণখানের একটি বহুতল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দক্ষিণখানের কসাইবাড়ী এলাকার আলী ইন্টারন্যাশনাল হোটেলে সোমবার রাত ৯টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর সৌরভ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখানের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।’
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আমি অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের দিকে যাচ্ছি। সেখানে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে।