Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার ২ শিক্ষার্থী, থানায় অভিযোগ

গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হয়েছে। আজ বুধবার বিদ্যালয়ের পাশে শীতলক্ষ্যার তীরে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এ বিষয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার শিকার দুই শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আজ কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে হামলার শিকার এক শিক্ষার্থীর মা কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী টিফিনের সময় নাশতা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় পাশের কুলুপাড়া এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদের ধরে শীতলক্ষ্যার তীরে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে গালাগালসহ এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে। এ সময় তারা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন হাজির হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সঙ্গে থাকা প্রায় ৪ হাজার টাকা ও একটি হাতঘড়ি নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে ভয় পায়। ওরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে। দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে ৫ হাজার টাকা আদায় করে। এর কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেমরায় এলাকাবাসীর সঙ্গে যুবদলের সংঘর্ষ, আহত ৮

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

জুলাই-আগস্টের ২ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ডিএমপির সাঁড়াশি অভিযানে ঢাকায় একদিনে গ্রেপ্তার ২৪৮

সাভারে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, নিহত ২

টাঙ্গাইলে শিক্ষাসফরের ৪ বাসে ডাকাতি

চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ নেওয়া নওরোজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

স্থানীয় নির্বাচন আগে করতে চাওয়া দুরভিসন্ধিমূলক: মির্জা আব্বাস