গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর চেয়ারম্যান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাটিকামারী স্কুলমাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় আলেম-ওলামা ও নানান শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
জানাজার আগে মুহাম্মদ ফারুক খান এমপি, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সিবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির। পরে তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মারা যান তিনি।