নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ব্রুনেইয়ে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার তাগিদ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন এ তাগিদ দেয়।
এতে বলা হয়, সম্প্রতি হাইকমিশনে আসা সেবাগ্রহীতাসহ বাংলাদেশি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই বৈধ ভিসা ও অনুমতি ছাড়া ব্রুনেইয়ে অবস্থান করছেন। দেশটির আইন অনুযায়ী বৈধ ভিসা ছাড়া অবস্থানের জন্য জেল-জরিমানার ঝুঁকি আছে। এ ক্ষেত্রে হাইকমিশনের সহযোগিতা করার কোনো সুযোগ থাকে না।