দেশে চলমান করোনারভাইরাসের ঊর্ধ্বগতির পেছনে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন। যার প্রভাবে প্রতিদিনই আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে সংক্রমণের মাত্রা। এমন অবস্থায় ওমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরই মধ্যে তা স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শিগগিরই গাইডলাইনটি সবার সামনে আনা হবে। নতুন অনেক তথ্য দিয়ে এই গাইডলাইন সাজানো হয়েছে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বুধবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, করোনার নতুন ধরন ওমিক্রণের কারণেই দেশে ক্রমাগত সংক্রমণ বাড়ছে। এটি প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি এবং চূড়ান্ত হয়েছে।
তিনি বলেন, ওমিক্রনের উপসর্গগুলো এতে (ক্লিনিক্যাল গাইডলাইন) যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোন উপসর্গ রয়েছে কিনা সেটিও খুঁজে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সঠিক নিয়মে মাস্ক পরিধান ও সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করার মত নির্দেশনকগুলো পালনেই অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব।