হোম > সারা দেশ > ঢাকা

ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন রংপুর সিটিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ তথ্য জানান তিনি। 

ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে এই নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশন বৈঠকে হবে। 

এই নির্বাচন কমিশনার আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। 

অন্যান্য নির্বাচনের মতো রসিকেও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না, জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘এ ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম দেখে ভোট বন্ধ ঘোষণা করে ইসি। এই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আটকে আছে তদন্ত কমিটির প্রতিবেদনে। কমিটি প্রতিবেদন জমা দিলেও এখনো এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ইসি আলমগীর।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রিপোর্ট জমা দিলেও এখনো সেটা নিয়ে বসা হয়নি। তাই গাইবান্ধার ভোট নিয়ে পরে কী হবে এখনই মন্তব্য করছি না।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য