রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকের ৬০ শতাংশ পাট পুড়ে গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রায়পুরা বাজারের পাশে ব্রিজের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার ফারুক আহমেদ। তিনি বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে এই অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জগামী একটি পাটবোঝাই ট্রাক রায়পুরা বাজার এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক তার ছিঁড়ে ট্রাকে থাকা পাটে আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখে ট্রাকচালককে জানান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে ব্রিজের ওপরে এসে থামেন। পাটে লাগা আগুন মুহূর্তেই পুরো পাটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকে থাকা ৬০ শতাংশ পাট পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় শ্রীনগর এলাকার বাসিন্দা ক্ষতিগ্রস্ত পাট মালিক ফরিদ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, আগুনে কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে।