হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নৌকার সমর্থকদের উপর এলোপাতাড়ি গুলি, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচার শেষে ফেরার পথে এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন জনকে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।  

এরা হলেন- হামলার হোতা ফারুক হোসেন (৪০) ও তার সহযোগী কামরুল (৩৪)। গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, গত রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকার প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আহত রোকনের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করেছে। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের কমান্ডার বলেন, ফারুক এর আগেও অস্ত্র মামলায় কারাভোগ করেছে। ঘটনার পর ফারুক সহযোগী কামরুলকে নিয়ে উত্তরায় আত্মগোপন করেন। কামরুলও নারী নির্যাতন মামলায় কারাভোগ করেছে।

খন্দকার আল মঈন বলেন, ‘আহত ও গ্রেপ্তারদের মধ্যে আগে থেকে আন্তঃকোন্দল ও আধিপত্য বিস্তারের জের ধরে এই সন্ত্রাসী কার্যক্রম করেছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা