হোম > সারা দেশ > ঢাকা

গ্রীসে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।  

দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং ২৫ মার্চের কালো রাতে নিহত নিরস্ত্র বাঙালি ও ৭১-এর ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। ১৯৭১-এর বর্বর গণহত্যার ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের ওপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানান। এই দিনটিকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মদ গণহত্যা দিবসে প্রবাসী বাংলাদেশিদের বিশেষকরে নতুন প্রজন্মের প্রবাসী সদস্যদের ভূমিকা পালনের আহ্বান জানান। এই প্রসঙ্গে তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জেনে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে গ্রিসে ও ইউরোপে জনমত তৈরির মাধ্যমে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। 

দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিশেষকরে গ্রিসের নতুন প্রজন্মের সদস্যরা অংশগ্রহণ করেন ও তাদের অনুভূতি প্রকাশ করেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়