Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা। 

আজ সোমবার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ। 

শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘বুধবার একটি ট্রাক ও একটা কাভার্ড ভ্যান উদ্ধার করা গেলেও শুক্রবার আর শনিবার কোনো যানবাহন উদ্ধার করা যায়নি। গতকাল রোববার একটি এবং আজ আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নয়টি যানবাহনের মধ্যে পাঁচটি উদ্ধার করা হলো।’ 

পদ্মায় ডুবে যাওয়া ফেরি থেকে উদ্ধার করা ট্রাকতিনি আরও বলেন, ‘বাকি চারটি ট্রাক উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। গতকাল আরও একটি উদ্ধার জাহাজ এসেছে। ওই জাহাজের পানির নিচে স্ক্যান করার সক্ষমতা রয়েছে।’ 

প্রসঙ্গত, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ দুই উদ্ধার জাহাজ তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করে।

আরও পড়ুন

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১