Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে মাকে নিয়ে হেলিকপ্টারে প্রবাসী আয়নাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে মাকে নিয়ে হেলিকপ্টারে প্রবাসী আয়নাল
সখীপুরে হেলিকপ্টার থেকে নামার পর আয়নাল হকের পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

এদিন সকাল থেকে হেলিকপ্টার দেখতে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় করেন।

এ সময় আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, ‘আমার আয়নাল ছোটবেলায় হেলিকপ্টারের বিকট শব্দ শুনে ভয়ে দৌড়ে আমার আঁচলের নিচে আশ্রয় নিত। আজ সেই আয়নাল ভয়কে জয় করে ওই হেলিকপ্টারে উড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসল। আমার যে কী খুশি লাগতেছে, আর গর্ব হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না।’

জানা গেছে, আয়নাল হক প্রায় ২২ বছর সৌদি আরবে থাকেন। তিনি চার বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন, তখন মা কমলা খাতুন ছেলেকে বলেন, ‘হেলিকপ্টারে উড়তে কেমন লাগে বাবা?’ ওই দিনই আয়নাল হক তাঁর মাকে হেলিকপ্টারে চড়ানোর সংকল্প করে আবার সৌদি আরব চলে যান। সম্প্রতি আয়নাল হক ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে তাঁর মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে সৌদি আরবে নেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে আয়নাল তাঁর পরিবারসহ ঢাকা বিমানবন্দরে আসেন। পরে মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে সখীপুরে আসেন।

আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে কী যে ভালো লাগছে, আর নিজেকে হালকা লাগছে তা বলে বোঝাতে পারব না। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চার মামলার প্রতিবেদন ৩ জুলাই

মেয়র ঘোষণার গেজেট কেন হচ্ছে না, জানতে ইসিতে ইশরাক

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত