হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে মাকে নিয়ে হেলিকপ্টারে প্রবাসী আয়নাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে হেলিকপ্টার থেকে নামার পর আয়নাল হকের পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

এদিন সকাল থেকে হেলিকপ্টার দেখতে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় করেন।

এ সময় আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, ‘আমার আয়নাল ছোটবেলায় হেলিকপ্টারের বিকট শব্দ শুনে ভয়ে দৌড়ে আমার আঁচলের নিচে আশ্রয় নিত। আজ সেই আয়নাল ভয়কে জয় করে ওই হেলিকপ্টারে উড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসল। আমার যে কী খুশি লাগতেছে, আর গর্ব হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না।’

জানা গেছে, আয়নাল হক প্রায় ২২ বছর সৌদি আরবে থাকেন। তিনি চার বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন, তখন মা কমলা খাতুন ছেলেকে বলেন, ‘হেলিকপ্টারে উড়তে কেমন লাগে বাবা?’ ওই দিনই আয়নাল হক তাঁর মাকে হেলিকপ্টারে চড়ানোর সংকল্প করে আবার সৌদি আরব চলে যান। সম্প্রতি আয়নাল হক ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে তাঁর মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে সৌদি আরবে নেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে আয়নাল তাঁর পরিবারসহ ঢাকা বিমানবন্দরে আসেন। পরে মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে সখীপুরে আসেন।

আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে কী যে ভালো লাগছে, আর নিজেকে হালকা লাগছে তা বলে বোঝাতে পারব না। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

আফতাবনগরে ধুলা আর শব্দদূষণ

৩ বছরেও পৌঁছায়নি ইতালি, খবর এল নির্যাতনে মৃত্যুর

গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু কাল

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইনের দাবি ব্যবসায়ীদের

চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

সেকশন