হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় একটি ভবনের পঞ্চমতলায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন রিজভি আহমেদ রাসেল (৪২), তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩৫), সন্তান রাইয়ান আহমেদ (৩) ও রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, সকাল ৭টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বয়স্ক এক নারীর অবস্থা গুরুতর ছিল। এ ছাড়া অন্যরাও দগ্ধ ছিলেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মোহসিন জানান, বিস্ফোরণের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

মুন্সিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়