Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

মুন্সিগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকায় একটি ভবনের পঞ্চমতলায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বিস্ফোরণে পুড়ে গেছে ঘরে থাকা খাট। ছবি: সংগৃহীত অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন রিজভি আহমেদ রাসেল (৪২), তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩৫), সন্তান রাইয়ান আহমেদ (৩) ও রিজভি আহমেদের মা সাহিদা খাতুন (৬৫)। 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, সকাল ৭টার দিকে অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বয়স্ক এক নারীর অবস্থা গুরুতর ছিল। এ ছাড়া অন্যরাও দগ্ধ ছিলেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছবি: সংগৃহীতমুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মোস্তফা মোহসিন জানান, বিস্ফোরণের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আবাসিক ভবনে বিস্ফোরণ। ছবি: সংগৃহীতমুন্সিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। প্রথমে তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর তাঁদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি