Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

অনলাইন ডেস্ক

কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

কানাডার অন্টারিও প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নববর্ষ উদ্‌যাপন করেন। 

অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে গত ২৬ এপ্রিল অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলা গান ও কবিতা উপস্থাপন করা হয়। 

কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও নববর্ষ উদ্‌যাপন করেছেন। ছবি: সংগৃহীতঅনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন নাফিজ সাদমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে সবার অন্তর্ভুক্তি ও বিকাশের ওপর আলোকপাত করেন কুইন্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ও পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রফেসর ড. ফাহিম কাদির। 

প্রধান অতিথি ছিলেন প্রাদেশিক আইন সভার সদস্য ড. টেড সু। বিশেষ অতিথি ছিলেন কুইন্স আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক সুলতান আল মাজিল। অনুষ্ঠানে কানাডাসহ নাইজেরিয়া, চীন, ঘানা, ভারত  ও ইরানের ছাত্রছাত্রীরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। অন্টারিও আদিবাসীদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ছিল উল্লেখযোগ্য। 

কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও নববর্ষ উদ্‌যাপন করেছেন। ছবি: সংগৃহীতঅনুষ্ঠানটি সঞ্চালন করেন সুমাইয়া আফরিন বহ্নি এবং মীর মেহেদী আল হাম্মাদি। সমাপনী বক্তব্য দেন সুমাইয়া চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ ও দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

সাগর-রুনি হত্যা: বাড়ির নিরাপত্তারক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজধানীর মতিঝিলে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, ডিসি নাজমুলসহ দুজনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ছাত্রলীগ নেত্রী নিশিকে

ফরিদপুরে রমজান মাসব্যাপী ন্যায্যমূল্যের বাজার শুরু, ক্রেতাদের স্বস্তি

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

নতুন ট্রাফিক ম্যানেজমেন্ট: এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে গাড়ির জট

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

বিয়াম ফাউন্ডেশনের ঘটনা পরিকল্পিত নাশকতা: বহুমুখী সমবায় সমিতি

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল