হোম > সারা দেশ > ঢাকা

কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

কানাডার অন্টারিও প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নববর্ষ উদ্‌যাপন করেন। 

অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে গত ২৬ এপ্রিল অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলা গান ও কবিতা উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন নাফিজ সাদমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে সবার অন্তর্ভুক্তি ও বিকাশের ওপর আলোকপাত করেন কুইন্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ও পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রফেসর ড. ফাহিম কাদির। 

প্রধান অতিথি ছিলেন প্রাদেশিক আইন সভার সদস্য ড. টেড সু। বিশেষ অতিথি ছিলেন কুইন্স আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক সুলতান আল মাজিল। অনুষ্ঠানে কানাডাসহ নাইজেরিয়া, চীন, ঘানা, ভারত  ও ইরানের ছাত্রছাত্রীরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। অন্টারিও আদিবাসীদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ছিল উল্লেখযোগ্য। 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুমাইয়া আফরিন বহ্নি এবং মীর মেহেদী আল হাম্মাদি। সমাপনী বক্তব্য দেন সুমাইয়া চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ ও দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য