হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুপুরেই ফাঁকা, নেই তেমন পরিবহন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এতে দুপুরের মধ্যেই মহাসড়ক ফাঁকা হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে যানজট থাকা ২৫ কিলোমিটার সড়কে এখন তেমন পরিবহন দেখা যাচ্ছে না। 

এর আগে গতকাল বুধবার রাত থেকে মহাসড়কের বিভিন্ন জায়গায় পরিবহন বিকেল হওয়ায় মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত টাঙ্গাইলের রাবনা বাইপাস হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে যানজট দেখা দেয়। পরে দুপুরের পর তা স্বাভাবিক হতে শুরু করে। 

অন্যদিকে উত্তরবঙ্গ হতে ঢাকাগামী পরিবহনগুলোকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ঘুরিয়ে ভূঞাপুরে-এলেঙ্গা সড়কে প্রবেশ করানো হচ্ছে। এতে ১৩ কিলোমিটার মহাসড়কের পরিবর্তে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে পরিবহনগুলোকে আবার মহাসড়কে উঠতে হচ্ছে। ফলে মহাসড়কে যানজট বা ভোগান্তি কম হচ্ছে। 

পরিবহনের চালকেরা জানান, ঈদে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব ১৩ কিলোমিটার পর্যন্ত দুই লেনে সড়কে যানজট থাকতে। কিন্তু ঈদ উপলক্ষে সেটি এক লেনে পরিবহন চলাচল করায় যানজট কমে গেছে। এতে উত্তরবঙ্গ থেকে আসা ঢাকাগামী পরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে গোল চত্বর থেকেই।

এদিকে ঢাকাগামী গরুবাহী ট্রাকগুলো সকালের দিকে ভোগান্তিতে পড়লেও দুপুরের পর স্বাভাবিকভাবে চলাচল করছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। 

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, দুপুরের পর মহাসড়কে তেমন পরিবহন নেই। এতে ফাঁকা রয়েছে মহাসড়ক। তবে বিকেলের দিকে মহাসড়কের পরিবহনের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়