Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মতিউর রহমান জামিনে থাকবেন ১৬ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিউর রহমান জামিনে থাকবেন ১৬ আগস্ট পর্যন্ত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আগামী ১৬ আগস্ট পর্যন্ত জামিনে থাকবেন। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই নির্দেশ দিয়েছেন। 

রাজধানীর রমনা থানায় দায়ের করা ওই মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মতিউর রহমান। একই সঙ্গে জামিনের আবেদন করেন। এর আগে গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন তিনি। ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে হাইকোর্ট ওই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের সেই নির্দেশনা মোতাবেক আজ আত্মসমর্পণ করেন মতিউর রহমান।

মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত শুনানি শেষে বলেছেন, যেহেতু হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন, সেহেতু নিম্ন আদালতের নথিসহ আগামী ১৬ আগস্ট জামিন আবেদনের ওপর শুনানি হবে। এই সময় পর্যন্ত মতিউর রহমান জামিনে থাকবেন।’

গত ২৯ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মো. গোলাম কিবরিয়া। এজাহারকারী ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়।

এ বি এম মূসা-সেতারা মূসার জন্মবার্ষিকীতে আজীবন সম্মাননা পেলেন আমানউল্লাহ

টাঙ্গাইলে পলিথিনবিরোধী পদযাত্রা

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

প্রেমিকাকে ট্রেনে ধর্ষণ ও হত্যার দায়ে প্রেমিকের মৃত্যুদণ্ড

‘বনে আসলে জীবনে মেরে ঝুলিয়ে রাখব’, শ্রীপুরে বন কর্মকর্তাকে যুবদল নেতার হুমকি

স্বামীকে নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, র‍্যাবের হাতে গ্রেপ্তার ২

অভ্যুত্থানে ৮৮১ নিহতের মধ্যে মাত্র ৩০০ জনের স্বজনের মামলা: এমএসএফ

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মিজান

১২৪ কোটি টাকা পাচারের দায়ে বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানসহ আটজনের ১২ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে আগুন, স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু