হোম > সারা দেশ > ঢাকা

থানা হেফাজতে মৃত্যু: রুম্মনের মরদেহ বুঝে নিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা হেফাজতে মারা যাওয়া রুম্মনের মরদেহ ৪৪ ঘণ্টা পর বুঝে নিলেন বাবা পেয়ার আলি। আজ সোমবার বিকেলে হাতিরঝিল থানা-পুলিশের পক্ষ থেকে পেয়ার আলির কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, থানায় আত্মহত্যা করা রুম্মনের মরদেহ বুঝে নিয়েছেন তাঁর বাবা পেয়ার আলি ও তাঁর বড় ভাই। মরদেহ বুঝে নেওয়ার পর তাঁরা মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাযুলে গোসল করায়। 

মরদেহ কোথায় নেওয়া হবে জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, রামপুরা ডিআইটি রোডে নিতে পারে। তবে দাফন কোথায় হবে সে বিষয় কিছু বলেননি নিহতের বাবা। 

এ দিকে পুলিশের কাছ থেকে রুম্মনের মরদেহ বুঝে নেওয়ার বিষয়টি জানে না স্ত্রীর পরিবার। এ বিষয় নিহতের শ্যালক সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ বুঝে নেওয়ার বিষয় আমরা জানি না। কে নিয়েছে এ বিষয় আমাদের জানানো হয়নি। আমরা বর্তমানে আদালতে আছি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

প্রসঙ্গত, গত শনিবার রাতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা হেফাজতে মারা যান রুম্মন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭