হোম > সারা দেশ > ঢাকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো জঙ্গি হামলার আশঙ্কা দেখছে না র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো জঙ্গি হামলার আশঙ্কা আছে নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা এমনকি আমাদের গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ দিবস উপলক্ষে এখন পর্যন্ত কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আদালত থেকে যে জঙ্গি পালিয়েছে এটা শুরু পুলিশের ব্যর্থতা না। আমরা যারা আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছি আমাদের সবার ব্যর্থতা। কিন্তু আমাদের কাজ অব্যাহত আছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে তাহলে আজ অথবা কাল ইনশাল্লাহ ধরা পড়বেই।’ 

এম খুরশীদ হোসেন বলেন, ‘আমাদের যতটুকু তথ্য, তারা দেশেই আছে। আপনারা জানেন নিশ্চয়ই যে র‍্যাব টেকনোলজি বেস্ট কাজ করে আসামি ধরে। তারা চতুর হয়ে গেছে। তারা টেকনলোজি কাছেই রাখে না। আমাদের মেনুয়ালি কাজ করতে হচ্ছে।’ 

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি