সাভার (ঢাকা) প্রতিনিধি
কোনো স্থানই তো শূন্য থাকে না, এটাও হয়তো থাকবে না। কিন্তু তা পূরণ হতে অনেক সময় লাগবে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা চলে গেলেন। আজ শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে এমন প্রতিক্রিয়া জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এ সময় ডা. জাফরুল্লাহর চলে যাওয়ায় দেশে প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠের শূন্যতার সৃষ্টি হবে কি না জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘পৃথিবী কখনো বসে থাকে না। আজকে জানাজায় এসেছি, আমাকে আজ আর রাজনীতিতে জড়াবেন না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘তাঁর যাওয়াটা দুঃখজনক নয়, বরং তাঁর থাকাটাই দুঃখজনক ছিল। কারণ, পরের ওপর নির্ভর করে তাঁকে অনেকটা সময় বাঁচতে হয়েছে; হুইলচেয়ারে থাকতে হয়েছে। এর চেয়ে তাঁর চলে যাওয়া অনেক ভালো।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়। আজ বেলা ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রে পঞ্চম জানাজা শেষে তিনটায় ডা. জাফরুল্লাহর লাশ দাফন করা হয়।