ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে ১৩ গ্রাম হেরোইনসহ অনিক কুমার শীল (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার ঘিওর ইউনিয়নের কুস্তা এলাকা থেকে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার অনিক কুমার শীলের বাড়ি ঘিওর উপজেলার কুস্তা এলাকায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামীমুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অনিক কুমার শীলকে আটক করা হয়। পরে তাঁর বসতঘর থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘ঘিওর থানায় অনিক কুমার শীলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’