হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে সোহেল মোল্লা (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত সোহেলের সহকর্মী মো. রাসেল জানান, তাঁরা শহীদ ফারুক রোডে একটি নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। ভবনটির চারতলার পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সোহেল। কাজ শেষ হওয়ায় তিনি মাচানের বাঁশ-খুটি সব খুলছিলেন। তখন পাশের বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। 

সোহেলের ভাই মো. চান মিয়া জানান, তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জলতা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কাদের মোল্লা। শহীদ ফারুক রোডে একটি মেসে থাকতেন তিনি। দুই মেয়েসহ তাঁর পরিবার সবাই গ্রামে থাকে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল