হোম > সারা দেশ > ঢাকা

কারখানায় চাকরির সাক্ষাৎকারের লাইন ঠেকল সড়কে, ২ নারী প্রার্থীকে চাপা দিল ট্রাক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি কারখানায় চাকরির জন্য সাক্ষাৎকার চলছিল। চাকরিপ্রত্যাশীদের লাইন মূল ফটকের বাইরে পর্যন্ত চলে আসে। সেখানে অনেকের সঙ্গে অপেক্ষা করছিলেন রোজিনা ও আশা নামের দুই নারী। হঠাৎ বেপরোয়া গতির একটি ট্রাক এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে অপরজনের মৃত্যু হয়। 

পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেই সঙ্গে চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন রোজিনা আক্তার বিপাশা (২৬) ও আশা আক্তার (২২)। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী এবং আশার বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, আজ সকাল ৯টার দিকে কোনাবাড়ী বাইপাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউয়ের জন্য কারখানার গেটের বাইরে, রাস্তার পাশে আরও অনেকের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ছিলেন রোজিনা ও আশা। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশাও মারা যায়। 

এ বিষয়ে জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে কোনাবাড়ীর বাইপাইল এলাকায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য রাস্তার পাশে অন্যদের সঙ্গে অপেক্ষায় থাকা দুই নারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আরও একজন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় জড়িত ট্রাকের চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন