হোম > সারা দেশ > ঢাকা

বেতন-বোনাসের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের অবস্থান ৮ এপ্রিল পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত সাত দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। ছবি: আজকের পত্রিকা

আগামী ৮ এপ্রিল পর্যন্ত অবস্থান কর্মসূচি বিরতি ঘোষণা দিয়েছেন শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা। শনিবার রাতে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ দিন বিকেলে শ্রম মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকের পর ইফতারের পর আলোচনায় বসেন শ্রমিক নেতারা।

পরে রাতে শ্রমিক নেতা শাহীন আলম বলেন, ‘সম্মিলিতভাবে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো—শ্রম সচিবের প্রস্তাবিত তিন কোটি টাকা (প্রতি জনে ৯৪৭৫ টাকা) শ্রমিকদের বিকাশে বা নগদে না আসা পর্যন্ত শ্রম ভবনে অবস্থান; ৮ এপ্রিল পর্যন্ত অব্ধি শ্রম ভবনের সামনে অবস্থান বিরতি; আগামী ৭ এপ্রিলে গাজীপুর টিএনজেড কারখানার সামনে সমাবেশ এবং ৮ এপ্রিলে সচিবের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক এবং শ্রম ভবনের সামনে ফের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’

শাহীন আলম বলেন, ‘যে টাকাটা দিচ্ছে তাতে হয়তো আমরা ৯ বা ১০ হাজার টাকা পাইতে পারি। আমরা দীর্ঘ সাত দিন যাবৎ অবস্থান করছি। এখানে অনেকেই ঈদে বাড়ি যাইতে চায়, পরিবারের সঙ্গে ঈদ করতে চায়। তাই আমরা আগামী ৮ তারিখ পর্যন্ত অবস্থান বিরতি রাখার সিদ্ধান্ত নিচ্ছি।’

এর আগে বিকেলে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে শ্রম সচিবের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শ্রমিক নেতৃবৃন্দ।

পরে ৩ কোটি টাকা দেওয়া প্রস্তাব করেন শ্রম সচিব। একই সঙ্গে আগামী ৮ এপ্রিল পুনরায় বৈঠকের কথা জানান। এ ছাড়াও বেতন সম্পূর্ণ পরিশোধ না করা পর্যন্ত মালিকপক্ষের তিন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে রাখার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বকেয়া বেতন-বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা।

তুরাগে চুলার আগুনে বস্তির চারটি ঘর পুড়ে ছাই

সন্তানের সঙ্গে ‘নিষ্ঠুর আচরণ’: সাভার থেকে ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

শ্রীপুরে ভাইয়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছোট বোন

সাভারে দাওয়াত খেতে গিয়ে বান্ধবীর স্বামীর ধর্ষণের শিকার তরুণী

দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে শিগগির অভিযান: ডিএনসিসি প্রশাসক

এক ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জবির ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে স্মারকলিপি

টঙ্গীতে জুতার গুদামে আগুন

খেয়াঘাট ইজারা নিতে ইউপি সচিবকে জিম্মি করে সই, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফরিদপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা