হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দির জামালপুরে থামবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, উচ্ছ্বসিত স্থানীয়রা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

গোপালগঞ্জ–রাজশাহী রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ষ্টপেজ (যাত্রাবিরতি) পেল রাজবাড়ী জেলার বালিয়াকান্দির জামালপুরবাসী। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা ট্রেনটি নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে বাণিজ্যিকভাবে যাত্রাবিরতি শুরু করে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দিত এলাকাবাসী। 

ট্রেনটি নিয়মিত যাত্রাবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) চিফ অপারেটিং সুপারিনটেন্ড মো. আব্দুল আওয়াল। এদিকে আজ সকালে ট্রেনের যাত্রাবিরতির সংবাদে ট্রেনে উঠতে এবং সেটি দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ভিড় করেন। 

যাত্রাবিরতিতে ট্রেন থামার পর নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সব যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া। বিভিন্ন স্থান থেকে আসে বেশ কয়েকটি বাদক দল। 

এর আগে, আজ সকাল ৮টার দিকে নলিয়া রেলস্টশন এলাকায় ট্রেনের যাত্রাবিরতি উপলক্ষে আলোচনা সভা হয়। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু এতে সভাপতিত্ব করেন। 

আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রেলওয়ে (পাকশী) বিভাগের সহকারী প্রকৌশলী ফারহান মাহমুদ বিদুৎ প্রকৌশলী (পাকশী) শরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান। 

রেলস্টেশনে আসা ইয়াকুব আলী বলেন, ‘গত দুই রাত ধরে জামালপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। আনন্দে একাকার হয়ে আছে এই এলাকার মানুষ। অনেক দিনের দাবি পূরণ হওয়ায় বেশ ভালো লাগছে।’ 

ষাটোর্ধ্ব নির্মল বিশ্বাস বলেন, ‘গোপালগঞ্জ যাওয়ার ট্রেনটি আমাদের এলাকার ষ্টেশনে থামছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তাই চোখের দেখা দেখতে এসেছি।’ 

কলেজছাত্র মহিউদ্দিন বলেন, ‘ট্রেনের ভ্রমণ দারুণ মজার। আমরা ছাত্র হওয়ায় অল্প টাকায় বিভিন্ন স্থানে যেতে পারব। আর আজ ট্রেনটি প্রথমবার ষ্টেশনে থামায় দেখতে এসেছিলাম। দারুণ অনুভূতি কাজ করছে মনে।’ 

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া বলেন, ‘আমাদের প্রাণের দাবিটি শুনেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম। তিনি এই এলাকার মানুষের কথা চিন্তা করে গোপালগঞ্জ–রাজশাহী রুটের ট্রেনটি নলিয়াগ্রাম ষ্টেশনে ষ্টপেজ করেছেন। জামালপুর একটি বাণিজ্যিক এলাকা, জামালপুর তথা পুরো বালিয়াকান্দির বাণিজ্যিকীকরণে এই ট্রেনটি ভূমিকা রাখবে।’ 

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষের জন্য খাবারের আয়োজন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন