হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে পারিবারিক দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মো. রাজিব হাসান (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। উত্তরখানের রাজাবাড়ি এলাকার ৪ /এ বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ওই যুবক মৃত নুরুল আমিনের ছেলে। তার ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের বড় ভাই মো. মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘বউয়ের সঙ্গে রাজিব হাসানের দ্বন্দ্ব চলছিল। যার ফলে তার বউ এক বছর ধরে বাপের বাড়িতে আছে। এর জের ধরে শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

মো. মাহবুব বলেন, ‘সাহরি করে নিজ রুমে শুয়ে পড়ে হাসান। পরে সারা দিনেও ঘুম থেকেও উঠে নাই। তারপর সন্ধ্যা ৭টার দিকে ডাকাডাকি করলে দরজা খুলে নাই। বিষয়টি থানা-পুলিশকে জানালে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।’

এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. সজল আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহর জের ধরে রাজিব হাসান নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩