হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মাসেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক ৭ দিনের রিমান্ডে

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পদ্মাসেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডের (৪০) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড মঞ্জুর করেন। শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে তথ্যটি নিশ্চিত করেন। 

জাহাঙ্গীর আলম জানান, আটক ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার বর্ণ গ্রামের নারায়ণ পাণ্ডের ছেলে। গত শনিবার (৯ এপ্রিল) সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মাসেতু প্রকল্প এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্বরের কালুবেপারী কান্দি গ্ৰামের ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। টহলরত সেনা সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। তখন সেনাসদস্যেরা তাঁকে আটক করেন। ওই দিনই দুপুরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনাসদস্যেরা। পরে আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

ভারতীয় নাগরিক রাজেশ পাণ্ডে কী উদ্দেশ্যে পদ্মাসেতু এলাকায় ঘোরাফেরা করছিলেন, কীভাবে তিনি বাংলাদেশে পাসপোর্ট-ভিসা ছাড়া এলেন এবং তাঁর কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি-না—এসব বিষয় তদন্তের জন্য জাজিরা থানার তদন্ত কর্মকর্তা জসীম উদ্দীন আদালতের কাছে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

উল্লেখ্য, এর আগেও গত দুই বছরে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে ১১ ভারতীয় নাগরিককে আটক করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল