হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে স্টেশনে রেখেই ট্রেনে উঠে পড়েছিল পরিবার, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন কলে ঢাকাগামী ট্রেন থেকে ভুল স্টেশনে নেমে যাওয়া ৮ বছরের এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর আত্রাই থানা–পুলিশ। গতকাল বুধবার এ আহসানগঞ্জ স্টেশন থেকে ঠাকুরগাঁও জেলার আখানগর উপজেলার জাহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া খাতুনকে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এ কর্মরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। 

পুলিশ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোরে যাচ্ছিল একটি পরিবার। পরিবারটি নাটোর স্টেশন মনে করে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে যায়। কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে ট্রেনের আরেক যাত্রী ৯৯৯ ফোন করেন।’ 

আনোয়ার সাত্তার আরও জানান, ‘পরিবারটি ভুলে নেমে আবার ট্রেনে ওঠার সময়ে আহসানগঞ্জ স্টেশনে তাঁদের মেয়েকে ফেলে যান। দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান ওই যাত্রী।’ 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘জাতীয় জরুরি সেবা থেকে পুলিশ সদস্য রুবিনা আক্তার তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানান এবং দ্রুত শিশুটিকে উদ্ধারের অনুরোধ জানান।’ 

এ বিষয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি সেবা থেকে কল পেয়ে পরে ট্রেনের কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। তার দেওয়া বর্ণনা অনুযায়ী পরে স্টেশন থেকে সুরাইয়া খাতুন নামের ওই শিশুকে উদ্ধার করে থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা হলে, নাটোর থেকে আহমেদ বখতিয়া নামের এক স্বজন আত্রাই থানায় আসেন। পরে তাঁর জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেন আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ। পরে বিষয়টি তিনি জাতীয় জরুরি সেবাকে নিশ্চিত করেছেন।’ 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য