মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজুলল হল মিলন এরশাদবিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং দুবার সংসদ সদস্য ছিলেন।
যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর ছেলে এবং প্রয়াত আরেক নেতা তানভীর সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।