হোম > সারা দেশ > ঢাকা

ফকিরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ফাতেমাতুজ জোহরা (১৯) হত্যা মামলায় প্রধান আসামি তাঁর স্বামী মো. কাশেম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ শনিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. কাশেম শেখ ফকিরহাটের ধনপোতা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী জোহরা রামপালের কামদি এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে। তাঁরা ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় আব্দুল জব্বারের ভাড়া বাড়িতে বাস করতেন। 

চলতি বছরের ১৬ মার্চ বিকেলে কাশেম শেখ তাঁর ভাড়া বাসায় স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের মাধ্যমে হত্যা করেন। এরপর ফোন করে শ্বশুরকে লাশ নিয়ে যেতে বলেন। শ্বশুর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাশেম পালিয়ে যান।

এ ঘটনায় ফকিরহাট মডেল থাকায় মামলা হলে র‌্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে। এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসার খাঁন জাহান আলী ব্রিজ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি কাশেম শেখকে গ্রেপ্তার করে। গতকাল রাতেই তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলীম শেখ জানান, রাতে র‌্যাব-৬ কর্তৃক হস্তান্তরের পর আজ শনিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয়। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ‘যৌতুকের জন্য মারপিট করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাশেম শেখকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য