হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভেসে আসা গাছ দেখতে ভিড়

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

ঘিওরে পানিতে ভেসে এলো বিশাল আকৃতির কড়ই গাছ। উপজেলা সদরের গরু হাঁটা এলাকায় সেতুর পিলারে আটকে পড়া এই গাছ দেখতে জমেছে উৎসুক মানুষের ভিড়।

স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাতে প্রবল বৃষ্টির কারণে উজান থেকে একটি বিশাল আকৃতির কড়ই গাছ ভেসে এসে কুস্তা ইছামতী নদীর শাখার ওপর নির্মিত ঘিওর গরু হাট নামক সেতুর পিলারের সঙ্গে আটকা পড়ে। তবে কোথায় থেকে কীভাবে গাছটি ভেসে এসেছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, প্রবল খরস্রোতা কুস্তা খালের (ইছামতীর শাখা) পশ্চিমাঞ্চল থেকে রাতে এই বিশাল আকৃতির গাছটি এসে আটকে পড়লে এলাকার লোকজন নিজ নিজ উদ্যোগে জ্বালানি সংগ্রহ করতে গাছটি কাটতে শুরু করেন। এ সময় বেশ কয়েকজনের যৌথ উদ্যোগে সেতুর পিলারের ঝুঁকি কমাতে রোববার সকাল থেকে করাত কুড়াল নিয়ে গাছটি কাটতে শুরু করে।

এলাকার অনেকেই ডালপালাসহ গাছের কিছু অংশ কেটে নিয়ে গেছে। তাদের দাবি, তারা সেতুর ঝুঁকি কমাতে যৌথ উদ্যোগে গাছটি অপসারণের কাজ করছেন।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘যেভাবে গাছটি সেতুর পিলারের সঙ্গে আটকা পড়েছে তাতে পানির প্রবল স্রোতোধারার গতিবেগের কারণে সেতুটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহাব্বত খান বলেন, ‘থানায় কেউ অভিযোগ করেনি। গাছের কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি। অভিযোগ কিংবা দাবিদার পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল