হোম > সারা দেশ > গাজীপুর

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: কাশিমপুর কারাগারে জঙ্গির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এক মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যু হয় বলে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান।

মৃত আবুল হোসেন খোকন (৫৫) বরিশালের কোতোয়ালির রাজধর এলাকার আব্দুল খালেকের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে তিনি (খোকন) অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা হাসপাতালে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আমিরুল ইসলাম আরও বলেন, আবুল হোসেন খোকনের বিরুদ্ধে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা এক মামলা ছাড়াও মুকসুদপুর থানাসহ বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।

‘শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলার বিচারে অনেকের মৃত্যুদণ্ড হলেও খোকন সেগুলোর কোনোটার আসামি নন।’

২০০৬ সাল থেকে তিনি বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০১৬ সাল থেকে তিনি কাশিমপুরে আছেন।

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন