হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

মারা যাওয়া হাজতির নাম রতন মিয়া (৪৫)। তাঁর বাড়ি গাজীপুর মহানগরীর টঙ্গী ব্যাংকের মাঠ এলাকায়। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় ওই কারাগারে বন্দী ছিলেন।  

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ এ বন্দী রতন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সকাল সোয়া দশটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন, রতন মিয়া টঙ্গী পূর্ব থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়। 

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য