হোম > সারা দেশ > ঢাকা

উত্তরখানে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানের একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে হাজেরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে থানায় নিয়ে গেছে পুলিশ। হাজেরা খাতুন (৮০) উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া এলাকার বাসিন্দা। ওই বাড়ির একটি কক্ষে একাই থাকতেন তিনি। বাকি কক্ষগুলো ভাড়া দেওয়া।

এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে ওজাপাড়া এলাকায় হত্যাকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে হাজেরা খাতুন নামের ওই বৃদ্ধার লাশ ঘরের মেঝেতে পাওয়া যায়। তাঁর মুখের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার আলামত সংগ্রহ করে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।’

এক প্রশ্নের জবাবে এসআই মুশফিক বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধাকে গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় খুন করা হয়েছে। যে ঘরে লাশ পড়ে ছিল, সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্বজনেরা তালা ভেঙে কক্ষে ঢোকেন।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন