হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় কাপড়ের ব্যাগে গাঁজা, গ্রেপ্তার ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে কাপড়ের ব্যাগের ভেতর গাঁজাসহ জাকির হোসেন ওরফে ছোটন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহপুরের খন্দকার সিএনজি পাম্পের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

উত্তরা পূর্ব থানার ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ওই মাদক ব্যবসায়ীকে তল্লাশির জন্য ডাকা হয়। পরে সে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এসব গাঁজা জব্দ করেন এএসআই দুলাল উদ্দিন। গাঁজাগুলো কাপড়ের ব্যাগের ভেতর নীল পলিথিনের মধ্যে সুতা দিয়ে বাধা ছিল।’ 

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘জাকির হোসেন দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।’ 

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য