Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় মেয়রের অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় মেয়রের অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ রোববার বেলা ৩টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে ব্যানার, প্ল্যাকার্ড হাতে সাংবাদিকেরা মানববন্ধন পালন করেন। 

দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি বোরহানুজ্জামানের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, বাঙালি সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, যায়যায়দিন প্রতিনিধি মাহফুজুর রহমান, ফাল্গুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরে জাতির সামনে। দেশের উন্নয়নচিত্রও পুরো বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা অশালীন মন্তব্য ও ন্যক্কারজনক কটূক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে। 

মেয়রের এমন আচরণের প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিমাই সরকার তাঁর ভুল স্বীকার করে পুরো সাংবাদিক জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর থেকে কঠোরতম আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, বাঙালি সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস, নবরাজ প্রতিনিধি শামিম হোসেন, খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, ফরিদপুর কণ্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, খোলাচোখের ব্যবস্থাপনা সম্পাদক আসিফ মাহবুব আকাশ, বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত বিশ্বাস শিবু, গণমুক্তি প্রতিনিধি শাহজালাল, মানব দর্পণ প্রতিনিধি সাইফুল ইসলামসহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকেরা। 

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি