Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ভোট শুরুর আগে হৃদরোগে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর থেকে 

ভোট শুরুর আগে হৃদরোগে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

গাজীপুর মহানগরের বোর্ডবাজারের উত্তর খাইলকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার মো. আব্দুল করিম (৬০) মারা গেছেন। 

আজ রোববার সকালে ভোটগ্রহণ শুরুর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম।  

শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, নিহত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামে। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন।

তিনি বলেন, ‘আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে দায়িত্বে যোগ দেন। রাত ১২টা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন। সকালে ভোটগ্রহণ শুরুর আগে তিনি নাস্তা করতে কেন্দ্রের বাইরে যান। নাস্তা শেষে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার স্থলে রিজার্ভ কর্মকর্তাদের মধ্য থেকে অন্য একজনকে সহকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রের ভোটগ্রহণ যথারীতি চলছে।’

গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’

বাবার ঠিকাদারি লাইসেন্স, ক্ষমাপ্রার্থী উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’ ঠেকাতে গ্রেপ্তার ১১