হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে সকালে যানবাহনের চাপ, বেলা বাড়তেই স্বাভাবিক 

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের বাকি মাত্র তিন দিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপও কমতে থাকে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। 

আজ বুধবার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দেখা যায় এ দৃশ্য। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। এর পরও ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।’ 

খালেদ নেওয়াজ আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে ৯০০ মালবাহী ট্রাক, ৯৫০টির মতো কোচ, প্রায় ১ হাজার ৮০০ ছোট যানবাহন ও প্রায় ২ হাজার মোটরসাইকেল নদী পার হয়েছে।’ 

এদিকে সর্বশেষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ২৫টির মতো যাত্রীবাহী কোচ। আগামীকাল ভোর ৬টা থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য