হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে সকালে যানবাহনের চাপ, বেলা বাড়তেই স্বাভাবিক 

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের বাকি মাত্র তিন দিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপও কমতে থাকে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। 

আজ বুধবার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দেখা যায় এ দৃশ্য। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। এর পরও ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।’ 

খালেদ নেওয়াজ আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে ৯০০ মালবাহী ট্রাক, ৯৫০টির মতো কোচ, প্রায় ১ হাজার ৮০০ ছোট যানবাহন ও প্রায় ২ হাজার মোটরসাইকেল নদী পার হয়েছে।’ 

এদিকে সর্বশেষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ২৫টির মতো যাত্রীবাহী কোচ। আগামীকাল ভোর ৬টা থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন