হোম > সারা দেশ > ঢাকা

হাওরে আঁকা হচ্ছে ‘বিশ্বের দীর্ঘতম’ আলপনা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আয়োজিত হচ্ছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ উৎসব। আলপনার রঙে রাঙানো হচ্ছে জেলার মিঠামইন-অষ্টগ্রাম হাওরের ১৪ কিলোমিটার সড়ক।

গতকাল শুক্রবার বিকেলে মিঠামইন জিরো পয়েন্টে আলপনা আঁকা উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান (ডিবি) হারুন অর রশিদ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, শিল্পী মো. মনিরুজ্জামান, বার্জার পেইন্টসের কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংকের কর্মকর্তা মনজুলা মোরশেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্ব রেকর্ড গড়ার এই প্রচেষ্টা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই বিশাল কর্মযজ্ঞ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আলপনার স্বীকৃতি পাবে; কিশোরগঞ্জ হাওরাঞ্চল বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে। তাতে পর্যটন শিল্প আরও বিকশিত হবে।

কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বাঙালি লোকসংস্কৃতি তুলে ধরতে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে ৬৫০ জন শিল্পী ‘আলপনায় বৈশাখ ১৪৩১’ আঁকার কাজ করছেন।

আগামীকাল পয়লা বৈশাখ মিঠামইনে এই কর্মযজ্ঞ দেখতে যাবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন