হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় জেলের জালে আটকা পড়েছে ২০ কেজির পাঙাশ মাছ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে আ. সালাম প্রামাণিকের জালে বিশাল মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, জেলে আ. সালাম প্রামাণিক মাছটি বিক্রির জন্য সকাল ৮টার দিকে দৌলতদিয়া বাজারের রওশনের আড়তে নিয়ে যান। পরে সেখান থেকে মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকা দিয়ে কিনে নেন। 

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘পাঙাশ মাছটি আড়ত থেকে কিনে ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করি। 

জেলে আ. সালাম প্রামাণিক বলেন, ‘আমরা মঙ্গলবার অনেক ভোরে নদীতে মাছ ধরতে যাই। ভোর ৫টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।’ 

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু বড় মাছ নদীতে এখন কমই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই এ ধরনের মাছ কিনে নেন। এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এর বংশবৃদ্ধি হবে। 

পদ্মার মাছ সম্পর্কিত পড়ুন:

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা