হোম > সারা দেশ > ঢাকা

গভীর রাতে সাবেক মন্ত্রী দস্তগীরের বাসা তছনছ, মালামাল লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গভীর রাতে রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। ছবি: সংগৃহীত

গভীর রাতে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে। এসময় তাঁর বাসার জিনিসপত্র তছনছ করা হয়। আড়াই ঘণ্টা পর ২০-২৫ জনের দলটি জিনিসপত্র ভরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগ হাতে বেরিয়ে যান বলে নিরাপত্তাকর্মীর অভিযোগ।

তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, অস্ত্র থাকতে পারে— এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি। ওই বাসা থেকে আনাও হয়নি।

গত ২৫ আগস্ট গোলাম দস্তগীরকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় রিমান্ড শেষে তিনি কারাগারে রয়েছেন।

এর মধ্যে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাম দস্তগীরের রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় তল্লাশি চালায় ডিবি। তবে ডিবির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাননি। ওই বাসায় ডিবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, ‘গোলাম দস্তগীর গাজীর বাসায় অভিযানে গিয়েছিল ডিবি পুলিশ। তবে কেন সেখানে অভিযান চালানো হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।’

ওই বাড়ির নিরাপত্তাকর্মী ও প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ২০ থেকে ২৫ জন লোক আসেন। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবির জ্যাকেট ছিল। তারা নিরাপত্তাকর্মীকে বাসার গেইট খুলতে বললে, তিনি গেইট খুলতে অপরগতা প্রকাশ করেন। পরে তাঁরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন আলমিরা ও ওয়াল কেবিনেট খুলে তারা তল্লাশি চালায়। তাঁরা বাসার জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে তনছন করেন।

বাড়িটির নিরাপত্তাকর্মী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গেট খুলতে দেরি হওয়ায় এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢুকে গেইটের তালা ভেঙে ফেলেন। তারপর সবাই ভেতরে প্রবেশ করেন। তারা নিজেদের ডিবি পরিচয় দিয়েছিলেন বলেও তিনি জানান।

তিনি আরো বলেন ‘প্রায় আড়াই ঘণ্টা পর ওই ব্যক্তিরা বের হয়ে যান। তাঁরা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাসায় অবৈধ অস্ত্র আছে— এমন গোপন তথ্য ছিল ডিবির কাছে। তাই রাতে অভিযান চালানো হয়। তল্লাশি শেষে নিরাপত্তাকর্মীকে বিষয়টি জানিয়ে আসা হয়। রমনা থানা পুলিশও ডিবির সঙ্গে ছিল। ওই বাসায় কিছু পাওয়া যায়নি, কিছু আনাও হয়নি।’

নগরকান্দায় ঢাল-সরকি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

সেকশন