হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ৩ ক্লিনিকে জরিমানা, ১টির কার্যক্রম বন্ধ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হ্যাপি ক্লিনিক। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈধ কাগজপত্র না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ক্লিনিকে জরিমানা ও ১টি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বাগান উত্তরপাড়ার বন্ধু ক্লিনিক ৩৫ হাজার, জননী সার্জিক্যাল ক্লিনিক ১০ হাজার, কুসুম সার্জিক্যাল ক্লিনিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকা এবং নিম্নমানের স্বাস্থ্য সেবা প্রদানের অভিযোগে হ্যাপি ক্লিনিকে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ক্লিনিকের বৈধ কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ৩টি ক্লিনিককে জরিমানা ও ১ টির কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য