টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের মেইন রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কার্যালয়ে ঢুকে আসবাব ভাঙচুরের পর রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়।
এর আগে দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে শহরের পুরোনো বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হয়। তাতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগোতে থাকে। মিছিল পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। তাতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।
এদিকে সর্বাত্মক শাটডাউনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।