Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের মেইন রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কার্যালয়ে ঢুকে আসবাব ভাঙচুরের পর রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়।

এর আগে দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে শহরের পুরোনো বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হয়। তাতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদর রোডে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগোতে থাকে। মিছিল পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। তাতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।

শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের অ্যাকশন। ছবি: সংগৃহীতএরপর আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষিপ্ত মিছিল করে। আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে। এ অবস্থায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

এদিকে সর্বাত্মক শাটডাউনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অল্প কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে এ মহাসড়কে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস বা ব্যক্তিগত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

রানা প্লাজায় আন্তর্জাতিক সংস্থাকে উদ্ধারকাজ করতে দেয়নি আ.লীগ: আখতার হোসেন

সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ ৪ ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষের অভিযোগে দুদকের ফাঁদ অভিযান, ডিএসসিসির ওয়ার্ড সচিব গ্রেপ্তার

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

রূপনগরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

শ্বশুরকে জামাতার ফোন: আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান

শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, জবি রেজিস্ট্রারকে পদত্যাগে আলটিমেটাম

ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর ইমন সাময়িক বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’